Street Children and Neglected People of Bangladesh

আমাদের আশেপাশে এমন অনেক শিশু-কিশোর বা মানুষ আছে যারা নিজের অধিকার সম্পর্কে জানেনা এবং বলতে পারে না।তারা দু-বেলা ঠিক মতো খাবার খেতে পারে না।এই অবহেলিত মানুষদের একজনকেও যদি সমাজের প্রতিষ্ঠিত প্রতি ৫জন মানুষ মিলে সাহায্য করা শুরু করি তাহলে দেখা যাবে ২৫-৩০বছর পর আমাদের সমাজে সত্যি আর অবহেলিত মানুষ খুজে পাওয়া যাবে না।এবং একটি সুখি সমাজ তথা সুখি দেশে পরিনত হবো আমরা।

মানুষ মানুষের জন্যে।


"রাস্তার শিশুরা"- এই শব্দটিকে সাধারণত শহরের রাস্তায় বসবাসকারী শিশুদের বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে। প্রকৃতপক্ষে এই পরিবেশে বেড়ে ওঠা সাধারণত বিপজ্জনক হিসেবে বিবেচিত হয় এবং তারা যথেষ্ট ঝুঁকি বহন করে বেড়ে ওঠে।
বাংলাদেশের পথশিশুদের নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই,তবুও এই সমস্যার সমাধানে নেই কোনো অগ্রগতি। পারিবারিক,অর্থনৈতিক,সামাজিক,রাজনৈতিক কারণসহ বিভিন্ন কারণে তাদের জীবন হয়ে উঠে বিপর্যস্ত।
তারা পরিবারের যত্ন এবং সুরক্ষা থেকে বঞ্চিত হয়। রাজধানী ঢাকাসহ অন্য সকল শহরাঞ্চলে বসবাসকারী পথশিশুদের বেশিরভাগই ৫ থেকে ১৮ বছর বয়সের মধ্যে হয়ে থাকে।
বাংলাদেশে ৬০০০০০ এরও বেশি পথশিশু রয়েছে যার প্রায় ৭৫% রাজধানী ঢাকায় বসবাস করে।
এসকল শিশুদের থাকার কোনো নির্দিষ্ট জায়গা থাকে না যার ফলে বাধ্য হয়ে তারা পরিত্যাক্ত ভবন,পার্ক,রেলওয়ে স্টেশন,বাস স্ট্যান্ড এবং ফুটপাতে থাকে।
দুঃখজনকভাবে তাদের গৃহহিনতা,শোষণমূলক শিশুশ্রম এবং পতিতাবৃত্তির মাধ্যমে আরও নির্যাতনের দিকে পরিচালিত হয় থাকে। আমাদের দেশে এই পথশিশুদের দ্বারা অনেক অপরাধমূলক কাজ করানো হয়ে থাকে।

0 Comments